October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 25th, 2021, 7:53 pm

যে কারণে নিজেদের কান বন্ধ রাখছেন মুমিনুল

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফরম্যান্সের পর ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশড হওয়ার লজ্জা জুটেছে। শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মতো দীর্ঘ ফরম্যাটেও বাংলাদেশ খুব দুর্বল। এমন কঠিন সময়ে সমালোচনা থেকে নিজেদের বাঁচিয়ে খেলায় মনোসংযোগ ধরে রাখতে কী করবে টিম টাইগার? বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা নিয়ে বলেন, ‘শেষ পর্যন্ত এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজের কাজেই মনোযোগ দিতে হবে। কারণ, বাইরে লোকে কথা বলবেই। আপনি তো মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। তাই আমার কাছে মনে হয় যে নিজের কান বন্ধ রাখতে হবে। এটাই আমি বিশ্বাস করি। সবাইকে সেটাই বলেছি। সবাই সেভাবেই কাজ করছে।’ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্স, বোর্ড প্রধানের ক্রিকেটারদের বিরুদ্ধে নালিশ আর মুশফিকুর রহিমের ‘আয়নায় মুখ দেখা’র ঘটনায় গত একমাস ধরে তোলপাড় চলছে। এসব ঘটনায় মাঠের খেলা থেকে ক্রিকেটারদের মনসংযোগ সরে যায়। যেটা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন মুমিনুল হক। টি-টোয়েন্টিতে ব্যর্থতায় ড্রেসিংরুমে যে হতাশ মনোভাব, সেটা টেস্ট সিরিজে তিনি টেনে আনতে চান না। তাছাড়া এই দলে যারা আছে, সবাই কিন্তু মূলত টেস্ট খেলোয়াড়। মুমিনুল আরও বলেন, ‘আমি, রাহি, ইবাদত- সবাই কিন্তু মূলত টেস্ট খেলোয়াড়। আমরা সবাই আমাদের দায়িত্বটা জানি। এখানে টি-টোয়েন্টিতে ব্যর্থতার হতাশা খুব বেশি প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে আমরা তো আবেগপ্রবণ মানুষ। তাই সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করছি। এ সময়ে মানসিকভাবে অনেকে দুর্বল হয়ে যায়। দুর্বল হই এই কারণে যে আমরা বাইরের কথাগুলো অনেক বেশি নিই। আমি চেষ্টা করছি, বাইরের কথায় কান না দিয়ে সবাই যেন নিজের কাজে মনোযোগ দেই।’