রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার ভোরে ১৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোহাগ চৌধুরী (২৫), রিয়াজুল ইসলাম (২৪), আফরিজ চৌধুরী (২৫), শাওন (২০) ও মাহাবুবুল আলম শুভ (২৫)।
র্যাব সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার থেকে মাদক ক্রয় করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
—ইউএনবি
আরও পড়ুন
কক্সবাজারে ৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য আটক
রমনার বটমূলে বোমা হামলা: নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার