November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 30th, 2021, 11:24 am

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ ওরফে মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈম-উল হক জানান, বুধবার রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মুহিবুল্লাহ। এ সময় মুখে গামছা পরা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি করে। মাস্টার মুহিবুল্লাহর শরীরে তিনটি গুলি লাগে। পরে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মাস্টার মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান। তিনি উখিয়ার ওয়ান-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের বাসিন্দা।

২০১৯ সালের ২২ আগস্ট রোহিঙ্গা শিবিরে মহাসমাবেশ করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ।