November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 8th, 2022, 8:07 pm

শেষ ওভারের রোমাঞ্চে জয় পেল গাজী গ্রুপ

অনলাইন ডেস্ক :

শেষ ৬ বলে প্রাইম ব্যাংকের জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রান। ওই রান আটকে দিয়ে গাজী গ্রুপকে ৪ রানের রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছেন পেসার আশিকুর জামান। প্রথম দুই বলে সিঙ্গেল নিলেও শেষ চার বলে ব্যাটে বলে সংযোগ করতে পারেননি রুবেল হোসেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মেহেদী মারুফের সেঞ্চুরিতে ভর করে ২৫৬ রান সংগ্রহ করেছিল গাজী গ্রুপ। জবাবে খেলতে নেমে এনামুল হক বিজয়ের ৮৫ রানের পরেও ২৫২ রান করতে পেরেছে প্রাইম ব্যাংক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫৭ রানের জবাবে খেলতে নেমে ৫২ রানের ওপেনিং জুটি গড়ে প্রাইম ব্যাংক। ২০ বলে ২২ রান করে আউট হন শাহদাত হোসেন দিপু। এরপর অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে এনামুলের ১১৭ রানের জুটিতে জয়ের পথেই ছিল প্রাইম ব্যাংক। ৭১ বলে ৫৭ রান করে ঈশ্বরণ আউট হতেই শুরু হয় ভাঙন। চলতি লিগে দারুণ ব্যাটিং করা এনামুলের ৮৫ রানের ইনিংসটিও বৃথা গেছে। ১০০ বলে ৪ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি খেলেছেন এই ওপেনার। শেষ পর্যন্ত মিডল অর্ডারের দায়িত্বহীনতায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। গাজী গ্রুপের বোলারদের মধ্যে হাবিব মেহেদী ও রাকিবুল আতিক তিনটি করে উইকেট নিয়েছেন। এ ছাড়া মাহমুদুল হাসান নেন দুটি উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে গাজী গ্রুপ শুরুতে হোঁচট খেলেও মেহেদী মারুফের একার লড়াইয়ে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানো গাজী গ্রুপের হয়ে একাই লড়াই করেছেন মারুফ। তিনি ১৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১৮ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে (৩৫)। প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এ ছাড়া রুবেল হোসেন নেন দুটি উইকেট।