November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 8:00 pm

শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল বুরুশিয়া

অনলাইন ডেস্ক :

জার্মান বুন্দেসলিগায় জয় পেয়েছে বুরুশিয়া ডর্টমুন্ড। শুক্রবার দিবাগত রাতের ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে হোফেনহেইমকে। গত ম্যাচেই ফ্রেইবার্গের বিপক্ষে হেরেছিল বুরুশিয়া। ২-১ গোলের এ হারের পর হোফেনহেইমের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে দলটি। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। এরপর ম্যাচের ৪৯তম মিনিটে রেইনার গোলে এগিয়ে যায় বুরুশিয়া। ৬১তম মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল হোফেনহেইম। ৬৯তম মিনিটে বেলিংহামের গোলে ফের এগিয়ে যায় বুরুশিয়া। ৯০তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন হোফেনহেইমের ডাব্বু। ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল তখনই গোল করেন আর্লিং হালান্ড। অতিরিক্ত সময়ের এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুশিয়া। সূত্র : গোলডটকম