October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 28th, 2021, 7:40 pm

সজল-মাহি’র ছবির শুটিং শুরু হতে পারে জানুয়ারিতে!

নিজস্ব প্রতিবেদক:

২০১৬ সালের অক্টোবরে বদিউল আলম খোকনের ‘হারজিৎ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন আব্দুন নূর সজল ও মাহিয়া মাহি। সে বছরই নভেম্বরে শুরু হয় শুটিং। প্রথম লটের কাজ করার পরই আটকে যায় ছবিটি। এর প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র তখন ‘ভালো থেকো’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর নানা প্রতিকূলতায় আর এগোয়নি ‘হারজিৎ’র কাজ। এদিকে সম্প্রতি ঢালিউড পাড়ায় কথা উঠেছে অনেক আয়োজন করে শুরু করা এ ছবিটির কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান জানালো ভিন্ন কথা। বললো, নতুন করে ভাবা হচ্ছে ছবিটি নিয়ে। আগামী জানুয়ারিতে শুরু হতে পারে এর শুট। তবে সেখানেও থাকছে ‘কিন্তু’। বিষয়টি নিয়ে কথা বলেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি। বললেন, ‘এমন নয় যে, ছবিটির কাজ একেবারেই বাতিল। আপাতত স্থগিত আছে। কলাকুশলীসহ প্রায় সবার পেমেন্ট ক্লিয়ার করে রেখেছি। ৭০ লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু করোনাসহ নানা কারণে ছবিটির কাজ শেষ করতে পারিনি। এর মানেই যে বন্ধ হয়ে গেছে, তা নয়।’ তিনি আরও বলেন, ‘জানুয়ারিতে মার্কেট নতুন করে রিসার্চ করবো। এরপর দেখবো ছবিটির কাজ করতে আর কত টাকা লাগবে। সেটা নির্ধারণ করেই এর কাজ শুরু করতে চাই। পাশাপাশি এটাও মাথায় আছে, এবার আর ভেঙে ভেঙে কাজ করবো না। একেবারের শেষ করবো।’ ২০১৬ সালে ‘হারজিৎ’ চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার কথা ছিল সজলের। অন্যদিকে, মাহিও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বাইরে বড় ব্যানারে কাজ শুরু করেছিলেন এটির বরাতে। তাই সেসময় ছবিটি বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল। এদিকে পুরনো ছবি নিয়ে মাঠে নামার আগেই নতুন ছবির ঘোষণা আসছে এই জুটিকে ঘিরে। ছবিটির নাম ‘ড্রাইভার’। এটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। শুধু ঘোষণাই নয়, ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং মাঠে গড়াচ্ছে বলেও জানা গেছে। ছবিটি প্রসঙ্গে সজল বলেন, ‘খুব ভালো একটি কাজ হতে যাচ্ছে। চমৎকার গল্প। আশা করছি, সবাই পছন্দ করবেন।’ অন্যদিকে মাহি বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। তার সঙ্গে কাজ করার জন্য আমি সব সময় প্রস্তুত।’