November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 27th, 2022, 8:05 pm

সমান পারিশ্রমিক পাবেন ভারতের নারী ও পুরুষ ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক :

নতুন প্রেসিডেন্ট আসার পরই ঐতিহাসিক সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার থেকে ভারতের জাতীয় দলের চুক্তিবদ্ধ পুরুষ এবং নারী ক্রিকেটাররা একই পরিমাণ বেতন পাবেন। বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এই ঘোষণা দিয়েছেন। বর্তমানে নিউজিল্যান্ডের পুরুষ এবং নারী ক্রিকেটাররা সমান বেতন পান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জয় শাহ টুইটারে লিখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, বৈষম্য দূর করতে বিসিসিআই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে। যেসব নারী ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের আমরা সমান বেতন দিতে যাচ্ছি। সেইসঙ্গে এখন থেকে নারী এবং পুরুষ ক্রিকেটারদের সমপরিমাণ ম্যাচ ফি দেওয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার নতুন একটা যুগ তৈরি করতে চাই। ‘জয় শাহর ঘোষণা অনুযায়ী, প্রতিটি টেস্টে ম্যাচে ১৫ লাখ এবং ওয়ানডে-টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ রুপি পাবেন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। গত জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট প্রথম বোর্ড হিসেবে নারী-পুরুষ ক্রিকেটারদের সমান বেতন নিশ্চিত করে। পরে অস্ট্রেলিয়া এগিয়ে আসলেও এখনও পর্যন্ত তারা সমান বেতন কার্যকর করতে পারেনি।