December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 15th, 2023, 7:29 pm

সাত বার অন্তরঙ্গ দৃশ্য: কাঁদলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

অভিনয়ের আগে চিন্তাও করেন নি এমনটি হবে। তবে যখন নিজের অভিনয়ের চিত্র নিজে দেখেন তখন চোখের জল আটকাতে পারেননি অভিনেত্রী। তিনি নায়কের সঙ্গে এতটাই মজে ছিলেন যে বুঝতেই পারেননি যে এটা শুধুমাত্র অভিনয়। পরক্ষণে নিজেকে সামলেন। একবার নয় দুই বার নয় সাতবার একই দৃশ্য। ফিরে আসেন বাস্তবে। সাথে সাথে অফ হয়ে যায় ক্যামেরি। উপস্তিত সবাই হাত তালি দিয়ে স্বাগত জানান। এসব বুঝতে পেরে লজ্জায় মুখ ডাকেন তিনি। তবে ‘স্যাক্রেড গেমস’ সিরিজে নেটিজেনদের বেশ প্রশংসা কুড়িয়েছিল নওয়াজউদ্দিন ও কুবরার রসায়ন।

কিন্তু এই সিরিজে নওয়াজের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন এই অভিনেত্রী। সিরিজটি নির্মাণ করেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুবরা বলেন, সিরিজে অন্তরঙ্গ সেই দৃশ্যটি করতে প্রায় ৭ বারের উপর টেক দিতে হয়। এতে শুটিং শেষ হওয়ার পর মাটিতে শুয়ে হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি। তখন তার মনে হচ্ছিল এমনটা না করলেও পারতেন। এটা তো ¯্রফে অভিনয়, বাস্তব নয়।