November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 13th, 2024, 8:05 pm

সিএনজি স্টেশন ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে

সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস সরবরাহে নিম্নচাপের সমস্যা নিরসনে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। এখন থেকে সিএনজি স্টেশনগুলো আগের ৫ ঘণ্টার পরিবর্তে প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার সময় পরিবর্তন করে বলা হয়েছিল, সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু একদিনের ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

নসরুল বলেন, ঈদযাত্রায় যানবাহন চলাচলের সুবিধার্থে ৭ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ এপ্রিল থেকে সিএনজি স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে।আর সেচ পাম্পগুলো রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলবে।

রমজান মাসে গ্যাস সংকট অব্যাহত থাকায় প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে এলপিজি গ্যাস ব্যবহার করার পরামর্শ দেন তিনি।

নসরুল বলেন, দুটির মধ্যে একটি এলএনজি টার্মিনাল বন্ধ থাকবে, যার ফলে জাতীয় গ্রিডে আমদানিকৃত গ্যাসের সরবরাহ কম হবে।

—–ইউএনবি