November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 7:52 pm

সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ১১

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলতে থাকা বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার দেশটির রাজধানী খার্তুমে অভ্যুত্থানবিরোধী এই বিক্ষোভে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। এ নিয়ে অভ্যুত্থানের দিন থেকে শুরু করে চারদিনে সুদানে সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো কয়েক’শ জন।এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সুদানের বর্তমান পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক উল্লেখ করে সরকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে। এ বিবৃতির পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশ আন্দোলনকারীদের পাশেই দাঁড়িয়েছে। গত সোমবার দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহাম। প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি। এ ঘটনার পরপরই সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নামেন সুদানের হাজার হাজার মানুষ। নিন্দার ঝড় ওঠে আন্তর্জাতিক অঙ্গনেও। সুদানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এরইমধ্যে সরব হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থা। সুদানে তিন দশক ধরে প্রেসিডেন্টের ক্ষমতায় ছিলেন ওমর আল-বশির। ২০১৯ সালে ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশ পরিচালনা করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।