October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 17th, 2023, 10:34 am

হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে আবারো বিজয়ী খায়রুল আলম ভূঞা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট)

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র মো. খায়রুল আলম ভূঞা (নৌকা মার্কা) আবারো বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোট গণনা শেষে বেসরকারি প্রাথমিক ফলাফলে মেয়র নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২ মার্চ ২০২৩ তারিখের সর্বশেষ হালনাগাদকৃত তথ্যানুযায়ী হালুয়াঘাট পৌরসভায় এবার মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ২শত ৮৮ এবং নারী ভোটার সংখ্যা ৯ হাজার ৭শত ৬৬ জন ভোটার। ১০টি ভোটকেন্দ্রে ৬০টি কক্ষে ১১টি অস্থায়ী কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১ হাজার ৮শত ৪৩ জন ভোটার তাদের বৈধ ভোট প্রয়োগ করেন। মোট ২৫ টি ভোট বাতিল হয়।

রিটানিং অফিসার ও সিনিয়র জেলা নিবার্চন কর্মকর্তা সফিকুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে, হালুয়াঘাট পৌরসভার বর্তমান মেয়র মো. খায়রুল আলম ভূঞা (নৌকা মার্কা) ১ হাজার দুইশত ১৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫ হাজার চারশত ১৪টি। নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হামিদ (মোবাইল ফোন মার্কা) পেয়েছেন ৪ হাজার দুইশত ১ ভোট।

এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন সিদ্ধার্থ রিছিল টিটু (১নং ওয়ার্ড), মো. সোহেল কবির (২নং ওয়ার্ড), মো. শামছু (৩নং ওয়ার্ড), আব্দুল আজিজ (৪নং ওয়ার্ড), মো. আসাদুজ্জামান জামান (৫নং ওয়ার্ড), মো. আলী হোসেন (৬নং ওয়ার্ড), মো. সাজ্জাদ হোসেন লিমন (৭নং ওয়ার্ড), মো. নূর আক্তার (৮নং ওয়ার্ড) ও মো. মকবুুল হোসেন (৯নং ওয়ার্ড) নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে হাসিনা বেগম (১,২ ও ৩ নং ওয়ার্ড), মোছা. রেবেকা সুলতানা (৪,৫ ও ৬ নং ওয়ার্ড) ও ফাতেমা আক্তার (৭,৮ও ৯নং ওয়ার্ড) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে ৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২ জন পুনরায় বিজয়ী হয়েছেন বলে জানা যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী ‘গ’ থেকে বর্তমান ‘খ’ শ্রেণিতে উন্নীত হওয়া পৌরসভাটিতে এ বছর মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ১৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন সম্পন্ন শেষে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের কর্মকর্তা জন কেনেথ রিছিল জানান, হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক মাঠে ছিলেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি বলে বিষয়টি নিশ্চিত করেন।