অনলাইন ডেস্ক :
দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা হাইসু আত্মহত্যা করেছেন। গত সোমবার হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, কোরিয়ার কর্তব্যরত পুলিশ বলছে, ২৯ বছর বয়সি এই তারকার মরদেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। পুলিশ তদন্ত শেষে আরও জানিয়েছে, মৃতদেহ উদ্ধারের দুদিন আগেই মৃত্যু হয়েছিল হাইসুর। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ হাইসুর মৃত্যুকে আত্মহত্যা বলে ধরে নিলেও নেটিজেনরা এ গায়িকার মৃত্যুকে রহস্যের চোখেই দেখছেন।
কেননা হাইসুর সুইসাইড নোটে কী লেখা ছিল তা এখনও পুলিশ কর্তৃপক্ষ প্রকাশ্যে আনেননি। এছাড়া গায়িকার মৃত্যুর খবর নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে হাইসু গত ৪ বছর ধরে গানের দুনিয়ায় সাফল্যের শীর্ষে থাকার পরও কেনো সুখ উপভোগ করতে চাইলেন না এমন নানা প্রশ্ন তৈরি হয়েছে ভক্তদের মনে। জানা যায়, কোরিয়ার ট্রট ধারার এ গায়িকার আসল নাম কিম সু-হিউন। হাইসু ১৯৯৩ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে গানের প্রতি আলাদা টান থেকে সংগীত বিষয়ে পড়াশোনা করা হাইসু বিশেষ ধরনের এক স্টাইলে গাইতেন। যার নাম ‘পানসোরি স্টাইল’। এটি অনেকটা গাথাকাব্যের ধাঁচে গাওয়া হয়। ২০১৯ সালে একক অ্যালবাম ‘মাই লাইফ, মি’ দিয়ে আত্মপ্রকাশ করেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ