November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 8:35 pm

৬০ ঘণ্টা পর ভারতে বিবিসির কার্যালয়ে শেষ হলো তল্লাশি

অনলাইন ডেস্ক :

প্রায় ৬০ ঘণ্টা পর ভারতের দিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কার্যালয়ে ‘তল্লাশি’ সমাপ্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু করেছিলে ভারতের আয়কর বিভাগ। যা শেষ হয় গত বৃহস্পতিবার রাতে। এদিকে অভিযানে কারণে দুই অফিসে আটকা পড়েন একজন ব্রিটিশ সঞ্চালকসহ বিবিসির প্রায় ১০ কর্মী। প্রায় তিন দিন পর গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরলেন তারা। ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তল্লাশির বিষয়ে গণমাধ্যমকে জানাবে আয়কর বিভাগ। অন্যদিকে তল্লাশি শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা চলে গেলে একটি টুইট করে বিবিসি কর্তৃপক্ষ। এতে লেখা হয়, ‘আয়কর বিভাগের কর্তারা দিল্লি এবং মুম্বাইয়ের অফিস থেকে বেরিয়ে গেছেন। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে যাব। আশা করছি, দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে।’ এতে আরও লেখা হয়েছে, ‘আমাদের কর্মী যারা এতক্ষণ অফিসে রয়েছেন বা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাদের খেয়াল রাখা আমাদের অগ্রাধিকারে রয়েছে। পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমরা ভারত এবং ভারতের বাইরের দর্শক-শ্রোতাদের খবর পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী এবং সাংবাদিকদের পাশে আছি, যারা ভয় এবং পক্ষপাত ছাড়াই খবর পরিবেশন করেন।’ এটি আরও বলেছে, এর কিছু কর্মী দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছে এবং রাতারাতি থাকতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপারেশন চলাকালীন বিবিসির সিনিয়র কর্মীদের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে এবং বেশ কয়েকটি ডেস্কটপ ও ল্যাপটপ স্ক্যান করা হয়েছে। ল্যাপটপ ও ফোনগুলো পরে কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, তল্লাশির বিষয়ে আগেই কর্মীদের জানিয়ে রেখেছিল বিবিসি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি হতে পারে আঁচ করে বুধবার সকালে কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে ই-মেল পাঠানো হয়েছিল। যদিও শুরু থেকেই আয়কর বিভাগ এ অভিযানকে ‘রুটিন সমীক্ষা’ বলে দাবি করেছে। মূলত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই ওই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের আয়কর দপ্তর। খবর: হিন্দুস্তান টাইমস