চলতি বছরের অক্টোবর মাসে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিজিবি গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে এক কোটি ২৮ লাখ ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি ৭৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২২ হাজার ৩৯৮ বোতল ফেনসিডিল, ১৮ হাজার ৭৭ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ৪৯৬ কেজি গাঁজা, ৪ কেজি ৮৭৩ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৩৪৬টি ইনজেকশন, ৪ হাজার ৩৩৭টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৪৩ বোতল এমকেডিল, ৩৮ হাজার ৩৭৩টি এ্যানেগ্রা ট্যাবলেট এবং ৬৮ হাজার ২২০টি অন্যান্য ট্যাবলেট।
জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৪১১ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৭৪টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৭৩০টি ইমিটেশন গহনা, ৬ হাজার ৮১৮টি শাড়ী, ৩ হাজার ৫১৪টি থ্রিপিস, ১১১ মিটার থান কাপড়, ৫ হাজার ৫৮০টি তৈরি পোশাক, ২ হাজার ১০৬ ঘনফুট কাঠ, ৫ হাজার ৫৩৫ কেজি চা পাতা, ১৫ হাজার ৮৩৫ কেজি কয়লা, দুটি কাভার্ডভ্যান, ৬টি প্রাইভেটকার, ৪টি পিকআপ, ৩৯টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৭৫টি মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল, ৭টি বিভিন্ন প্রকার গান, ৩টি ম্যাগাজিন, ৩১টি মর্টার শেল এবং ২৬ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র