November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:09 pm

অন্য ক্লাবে চুক্তি করেছেন ডেম্বেলে, দাবি বার্সা সভাপতির

অনলাইন ডেস্ক :

কোচ জাভি এর্নান্দেস স্পষ্ট বলে দিয়েছেন, চুক্তি নবায়ন না করলে খেলতে পারবেন না উসমান ডেম্বেলে। বার্সেলোনা অবশ্য আরেকটি ‘অপশন’ দিয়ে রেখেছিল। চুক্তি নবায়ন না করলে ক্লাব ছাড়তে হবে। এজন্য ডেডলাইন ছিল শীতকালীন দলবদল। কিন্তু ফরাসি ফরোয়ার্ড না বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন, না ক্লাব ছেড়েছেন। তার বিষয়টি মোটেও বুঝতে পারছেন না বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা। অবস্থা যতটুকু বুঝছেন, তাতে ডেম্বেলে অন্য ক্লাবের সঙ্গে এরইমধ্যে চুক্তি সেরে রেখেছেন বলে মনে হচ্ছে তার। ২০১৭ সালে নেইমার চলে গেলেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শূন্যতা পূরণে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে নিয়ে আসে বার্সেলোনা। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পেরেছেন সামান্যই। চোটে বেশিরভাগ সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে। তাছাড়া শৃঙ্খলাজনিত সমস্যাও তার আছে। এরপরও এই ফরোয়ার্ড ছিলেন জাভির ভবিষ্যৎ পরিকল্পনায়। তাই চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হয় তাকে। সামনের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে তার। কয়েক দফা তাকে প্রস্তাব দেওয়া হয়েছে নবায়নের। তবে কোনও সাড়া মেলেনি। এবারের শীতকালীন দলবদলে কোচ জাভি স্পষ্ট জানিয়ে দেন, চুক্তি নবায়ন না করলে তার দলে জায়গা হবে না ডেম্বেলের। যদিও তাতে থোরাই কেয়ার ফরাসি ফরোয়ার্ডের! এমনকি ক্লাব বিক্রি করতে চাইলেও সম্মত হননি তিনি। ডেম্বেলের এই জটিল অবস্থা বুঝে উঠতে পারছেন না বার্সা সভাপতি লাপোর্তা। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা তাকে নবায়নের জন্য খুব ভালো প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু খেলোয়াড় (ডেম্বেলে) না বলেছে। প্রথমে ভেবেছিলাম এখানে অর্থের কোনও ইস্যু নেই, তবে পরে বুঝলাম অর্থনৈতিক বিষয় জড়িত। তার এজেন্ট আমাদের কিছু বলেনি।’ ইউরোপিয়ান মিডিয়ার খবর, চেলসি ও প্যারিস সেন্ত জার্মেই ডেম্বেলেকে পেতে আগ্রহী। নাম প্রকাশ না করলেও এক ইংলিশ ক্লাব থেকে যে বার্সেলোনার কাছে প্রস্তাব এসেছিল, সেটি নিশ্চিত করেছেন লাপোর্তা। কিন্তু ডেম্বেলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন! লাপোর্তার ভাষায়, ‘আমি ভীষণ অবাক হয়েছি এক ইংলিশ ক্লাবের প্রস্তাব সে গ্রহণ না করায়। সে চায়নি। এটার কোনও মানে হয় না, কারণ বিষয়টি তার কিংবা ক্লাব কারও জন্যই ভালো নয়। দলবদলের বাজারে আমাদের আরও ভালোভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত ছিল তার।’ বার্সার চুক্তি নবায়নের প্রস্তাব গ্রহণ না করা এবং বিক্রির প্রস্তাব ফিরিয়ে দেওয়া- দুটো বিষয় একসঙ্গে করে লাপোর্তার দাবি, ‘আমাদের মনে হচ্ছে, ডেম্বেলে এরইমধ্যে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি সেরে রেখেছে।’