অনলাইন ডেস্ক :
প্রায় ২৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করা ফোরমিগা দীর্ঘ যাত্রা শেষে অবসরের ঘোষণা দিলেন। চলতি মাসের শেষে জাতীয় দলকে বিদায় জানাবেন ব্রাজিলের এই নারী ফুটবলার। দেশটির সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক ফোরমিগা আন্তর্জাতিক ফুটবলে এ পর্যন্ত খেলেছেন ২৩৩ ম্যাচ। আগামী ২৫ নভেম্বর মানাউসে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ১৯৯৫ বিশ্বকাপে অভিষেক হয় ফোরমিগার। ১৯৯৬ আতালান্তা গেমসে নারী ফুটবল প্রথম যোগ হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতিটি অলিম্পিকে খেলেছেন তিনি। গত জুলাইয়ে টোকিও অলিম্পিসকে অংশ নিয়ে প্রথম নারী খেলোয়াড় হিসেবে সাতটি অলিম্পিকে অংশ নেওয়ার রেকর্ড গড়েন ৪৩ বছর বয়সী ফোরমিগা। ২০০৭ সালে নারী বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে যাওয়া ব্রাজিল দলের অংশ ছিলেন তিনি। ২০০৪ এথেন্স অলিম্পিকসের পর ২০০৮ সালে বেইজিং আসরেও দেশের হয়ে জেতেন রুপা। বিশ্বকাপে ফোরমিগার সবশেষ উপস্থিতি ২০১৯ আসরে, যেখানে শেষ ষোলোয় ফ্রান্সের বিপক্ষে হেরে যায় ব্রাজিল।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা