May 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 9th, 2023, 7:36 pm

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ক্লডিয়া গোল্ডিন

এপি, স্টকহোম:

শ্রমবাজারে লিঙ্গ ব্যবধানসংক্রান্ত গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন (৭৭)।

সোমবার (৯ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের সেক্রেটারি জেনারেল হ্যান্স এলেগ্রেন এই পুরস্কার বিজয়ী হিসেবে ক্লডিয়া গোল্ডিনের নাম ঘোষণা করেন।

গোল্ডিন এই পুরস্কার জয়ী তৃতীয় নারী।

অর্থনীতিতে নোবেল পুরস্কারবিষয়ক কমিটির চেয়ারম্যান জ্যাকব সভেনসন বলেছেন, ‘শ্রমবাজারে নারীর ভূমিকা বোঝা সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ক্লডিয়া গোল্ডিনের যুগান্তকারী গবেষণার জন্য ধন্যবাদ, আমরা এখন অন্তর্নিহিত কারণগুলো এবং ভবিষ্যতে কোন বাধাগুলো সমাধান করা প্রয়োজন হতে পারে সে সম্পর্কে আরও অনেক কিছু জানি।’

পুরস্কার কমিটির সদস্য রান্ডি হজালমারসন বলেছেন, গোল্ডিন সমাধানের প্রস্তাব দেয়নি, তবে তার গবেষণা শ্রমবাজারে বিদ্যমান লিঙ্গবৈষম্য সম্পর্কে বুঝতে নীতি নির্ধারকদের সাহায্য করবে।’

হজালমারসন বলেন, ‘তিনি বৈষম্যের উৎস, সময়ের সঙ্গে এটি কীভাবে পরিবর্তিত হয় এবং কীভাবে এটি বিভিন্ন পর্যায়ে বিকশিত ও পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করেন।’

তিনি বলেন, ‘সুতরাং এটি একটি জটিল নীতিগত প্রশ্ন, কারণ আপনারা যদি অন্তর্নিহিত কারণটি না জানেন, তবে কোনো নির্দিষ্ট নীতি (সমাধান) কাজে আসবে না।’

হজালমারসন আরও বলেন, ‘ফলে সমস্যাটি বোঝার ও সঠিকভাবে ব্যাখা করার মাধ্যমে আমরা আরও ভালোভাবে এগিয়ে যেতে পারব।’

তিনি বলেন, গোল্ডিনের আবিষ্কারগুলোর ‘বিশাল সামাজিক প্রভাব রয়েছে।’

এলেগ্রেন জানান, পুরস্কারপ্রাপ্তির পর গোল্ডিন ‘বিস্মিত ও খুব, খুব আনন্দিত’।

গত সপ্তাহে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। এটি আনুষ্ঠানিকভাবে আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার হিসেবে পরিচিত।

আগামী ডিসেম্বরে অসলো ও স্টকহোমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রত্যেক নোবেল বিজয়ী ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১ মিলিয়ন ডলার) নগদ পুরস্কার, ১৮ ক্যারেট স্বর্ণপদক ও সার্টিফিকেট পাবেন।