অনলাইন ডেস্ক :
২০১৬-১৭ মৌসুমের পর ফের শিরোপা জয়ের স্বাদ পেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ বা কারাবাও কাপ জিতেছে ম্যানইউ। ম্যাচের ৩৩তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। আত্মঘাতী গোল করে বসেন নিউক্যাসেল ডিফেন্ডার বটম্যান। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে নিউক্যাসল, তৈরি করে দারুণ চাপ। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারে ম্যানইউ। এতে সাবেক ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেলকে ছাড়িয়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ ১৮১টি ক্লিনশিট রাখলেন স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দি গিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের আনন্দে মাতে এরিক টেন হাগের শিষ্যরা। এ নিয়ে ষষ্ঠবারের মতো লিগ কাপ জিতল ম্যানইউ। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সাউদাম্পটনকে হারিয়ে লিগ কাপের শিরোপার স্বাদ পেয়েছিল তারা। তবে লিগ কাপে সবচেয়ে সফল দল লিভারপুল, মোট নয়বার জিতেছে তারা। ম্যানইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আটবার এ শিরোপা জিতেছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা