অনলাইন ডেস্ক :
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। চতুর্থ ইনিংসে ৪৬৮ রানের পাহাড়সম টার্গেটে পৌঁছতে পারেনি জো রুটের দল। অসহায়ের মতো হার মেনেছে ২৭৫ রানের বিশাল ব্যবধানে। ৫ উইকেট নিয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন ঝাই রিচার্ডসন। তবে দুই ইনিংসে সেঞ্চুরি আর ফিফটি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন মার্নার্স লাবুশানে। অ্যাডিলেডে ৯ উইকেটে ৪৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। মার্নার্স লাবুশানে ১০৩, ডেভিড ওয়ার্নার ৯৫ আর স্টিভেন স্মিথ ৯৩ রান করেন। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৩৬ রানে। ৩৭ রানে ৫ উইকেট নেন মিচেল স্টার্ক, ৩টি নেন নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৩০ রান তুলে খেলা ছাড়ে অস্ট্রেলিয়া। এতে ৪৬৮ রানের টার্গেট পায় ইংল্যান্ড। রান তাড়ায় নেমে গত রোববার ম্যাচের চতুর্থ দিন তারা ৪ উইকেটে ৮২ রান তুলে শেষ করে। সোমবার ম্যাচের পঞ্চম দিনেও ইংল্যান্ডের ব্যাটিংয়ের কোনো পরিবর্তন হয়নি। বরং ক্ষতবিক্ষত উইকেটের পুরো ফায়দা তুলে নেন অজি বোলাররা। ২৭ ওভার বল করে মাত্র ৪৩ রানে ২ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। অন্যদিকে ঝাই রিচার্ডসন ১৯.১ ওভারে ৪২ রানে নেন ৫ উইকেট। স্পিনার নাথান লায়নও নিয়েছেন ১ উইকেট। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ক্রিস ওকস। ২০৭ বলে ২৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে হিট উইকেট হয়ে আউট হন জস বাটলার। ইংল্যান্ড গুটিয়ে যায় ১৯২ রানে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা