অনলাইন ডেস্ক :
আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া এই অফস্পিনার ডিসেম্বরের সেরা হয়েছেন। ভারতের মায়াঙ্ক আগারওয়াল ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে পরাজিত করেছেন এজাজ। গত ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্ট ম্যাচে ১৪ উইকেট নেন এজাজ। প্রথম ইনিংসে ১০ উইকেটের সবগুলো নিয়ে টেস্ট ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জিম লেকার ও অনিল কুম্বলের পাশে বসেন তিনি। পেটস্ট দলের সঙ্গে এজাজের প্রথম ভারত সফর ছিল এটি। যে মুম্বাইয়ে জন্ম হয়েছিল, সেখানেই লিখলেন রূপকথার গল্প। টেস্টের প্রথম দিন শেষে চারটি ভারতীয় উইকেটের সবগুলোর পাশে ছিল তাঁর নাম। পরের দিন প্রথম সেশনে টানা দুটি উইকেট নেন, কিন্তু হ্যাটট্রিক হয়নি। তবে ভারতের সব ব্যাটসম্যানই তাঁর বলে বিদায় নেন। এমন কীর্তি গড়ে প্রতিপক্ষ ক্যাম্প থেকেও অভিবাদন পান এজাজ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা