November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 2:53 am

আফগানিস্তানে বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষক। তাদের দাবি, তারা চার মাস ধরে বেতন পাচ্ছেন না। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গত বৃহস্পতিবার এনডিটিভি এ খবর জানিয়েছে। কাবুল থেকে প্রকাশিত তোলো নিউজ অনলাইন জানিয়েছে, শিক্ষকরা বলছেন, তারা তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছেন। লতিফা আলিজাই নামের এক শিক্ষিকা বলেন, ‘শিক্ষকরা যে বেতন পান তাতে এ ধরণের সময়ের জন্য (সংকটে) তাদের হাতে জমা রাখার মতো কোনো অর্থ অবশিষ্ট থাকে না। তাদের নিত্য দিনের খরচ চালানোর জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততোটুকুই দেয়া হয়।’ অনেক শিক্ষক তাদের পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন বলেও জানান। নাসির আহমেদ হাকিমি নামের এক শিক্ষক বলেন, ‘অনেক শিক্ষকের কাছে বিদ্যুতের খরচ দেয়ার অর্থ নেই; এ কারণে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ সাদাত আতিফ নামের এক শিক্ষক বলেন, ‘আমার মেয়ে এক মাস ধরে অসুস্থ; তাকে চিকিৎসকের কাছে নেয়ার অর্থও আমার কাছে নেই।’ তোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে, কমপক্ষে ১৮ হাজার শিক্ষক, যাদের মধ্যে ১০ হাজার নারী রয়েছেন, গত চার মাস ধরে তাদের বেতন পাননি। আফগানিস্তানের শিক্ষক অ্যাসোসিয়েশনের প্রধান মোহাম্মদ সাবিক মাশাল বলেন, ‘সব শিক্ষক ও বেসামরিক চাকরিজীবীরা গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না।’ তিনি বলেন, ‘তারা ঘরের আসবাপত্র বিক্রি করে অর্থ জোগাড় করছেন; এখন তাদের কাছে বিক্রি করার মতো কিছু অবশিষ্ট নেই। আফগানিস্তানে গত ১৫ আগস্ট ক্ষমতায় আসে তালেবানরা। তারা ক্ষমতায় এসেই চরম আর্থিক সংকট মোকাবেলা করছে। আফগান সরকারের বিপুল পরিমান অর্থ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক। ওই অর্থ ফিরিয়ে আনতেও তারা তৎপরতা চালিয়ে যাচ্ছে।