April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:43 pm

আরও ৫ বছরের জন্য আর্চারি ফেডারেশনে জার্মান কোচ

অনলাইন ডেস্ক :

২০১৮ সালের শুরুতে বাংলাদেশে কোচ হয়ে আসেন মার্টিন ফ্রেডরিক। ৫৪ বছর বয়সী জার্মান কোচ এই সময়ে রোমান সানা-দিয়া সিদ্দিকীদের বেশ আপনও করে নিয়েছেন। অবশ্য তাকে কৃতিত্ব দিতেই হচ্ছে যে, দেশের আর্চারির বাঁকবদল হয়েছে তার কোচিংয়েই। ৫ বছরের চুক্তির সময়টা বেশ সফলভাবে পালন করেছেন। যার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি। তবে তার সাফল্যের কথা বিবেচনা করে নতুন করে মেয়াদ বাড়ানোর কথাবার্তা চলছে। ফ্রেডরিকের অধীনে আর্চারিতে সাফল্য কম নয়। ২০১৯ সালে এসএ গেমসে আর্চারির ১০ ইভেন্টের সবকটিতেই সোনার পদক জিতেছে বাংলাদেশ। অন্য আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও সাফল্য রয়েছে। রোমান সানা-দিয়া সিদ্দিকীরা একের পর এক পদক এনে দিয়েছেন। সব মিলিয়ে ৫০টির বেশি পদক জেতা হয়েছে ফ্রেডরিকের অধীনে। তাই এই কোচকে আরও ৫ বছরের জন্য চাইছে আর্চারি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিনবলেছেন, ‘ফ্রেডরিকের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা তার বিষয়ে ইতিবাচক আছি। না থাকার কোনো কারণও নেই। তার হাত ধরে অনেক সাফল্য এসেছে। নতুন করে চুক্তির বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’ এতদিন বাংলাদেশে থেকে আর্চারদের বেশ আপন করে নিয়েছেন ফ্রেডরিক। এখানে থেকে বাংলা ভাষাও শিখছেন। নতুন করে চুক্তির বিষয়ে প্রশ্ন করলে কোচ জানিয়েছেণ, ‘কিছু বিষয় নিয়ে ফেডারেশনের সঙ্গে কথা চলছে। আমি চাইছি এখানে কোচিং চালিয়ে যেতে। এখন দেখা যাক কি হয়।’ ফ্রেডরিক আর্চারদের মধ্যেও ভীষণ জনপ্রিয়। এই যেমন দিয়া সিদ্দিকী বলেছেন, ‘আসলে বাংলাদেশের আর্চারি ফ্রেডরিককে ছাড়া ভাবা যায় না। উনি আমাদের একপ্রকার অভিভাবকের মতো। তার নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। অনেক কিছু শিখতে পারছি।’ শোনা যাচ্ছে, কয়েকদিনের মধ্যেই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।