April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:42 pm

আর্সেনালের শীর্ষস্থান অক্ষুণ্ণ

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে তারা দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। দিনের আরেক ম্যাচে সিটিজেনরাও বড় জয় নিশ্চিত করেছে বোর্নমাউথকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গানার্সদের সঙ্গে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে পেপ গার্দিওলার দল। গত শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে গাব্রিয়েল মার্টিনেলির গোলে আর্সেনালের জয় নিশ্চিত হয়। ম্যাচের বেশিরভাগ সময়ই সফরকারী আর্সেনালের প্রাধান্য বজায় ছিল। ম্যাচ শেষে আর্সেনাল বস মিকেল আর্তেতা বলেন, ‘বেশিরভাগ সময়ই বল আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের আরও বেশি সুযোগ তৈরি করা ও গোল করা উচিত ছিল। যখন সেটা না হয় তখন রক্ষণভাগের দিকে মনোযোগী হতে হয়। আজ আমরা প্রতিপক্ষকে মাত্র একটি শট করতে দিয়েছি। রক্ষণভাগে খেলোয়াড়রা দুর্দান্ত খেলেছে।’ এডি এনকেইটাহর স্থানে মূল একাদশে রবিবার আর্তেতা মার্টিনেলি ও লিনড্রো ট্রোসার্ডকে খেলিয়েছেন। প্রথমার্ধে ট্রোসার্ডের একটি অসাধারণ স্ট্রাইকের গোল ভিএআর’র বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাতিল হয়ে যায়। ভিএআর রিভিউতে দেখা গেছে গোলের আগে বেন হোয়াইট লিস্টার গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে ফাউল করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যে ট্রোসার্ডের পাসে ঠান্ডা মাথায় আর্সেনালকে এগিয়ে দিতে কোন ভুল করেননি মার্টিনেলি। বুকায়ো সাকার গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান দ্বিগুণ করতে পারেনি আর্সেনাল। গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্ট ও আরবি লিপজিগের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচগুলোতে সিটির আক্রমণভাগের দুর্বলতা আলোচনায় উঠে এসেছে। কিন্তু গত শনিবার বোর্নমাউথকে বড় ব্যবধানে পরাজিত করতে কোন ছাড় দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির আগে জুলিয়ান আলভারেজ, আর্লিং হালান্ড ও ফিল ফোডেন প্রত্যেকেই স্কোরশিটে নাম লিখিয়েছেন। দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিটের মধ্যে আলভারেজের শট ক্রিস মেফামের আত্মঘাতি গোলে পরিণত হয়। চেরিসদের হয়ে ৮৩ মিনিটে সান্তনার এক গোল পরিশোধ করেন জেফারসন লারমা। এই পরাজয়ে রেলিগেশন জোনে নেমে গেছে বোর্নমাউথ।