November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 8:50 pm

‘ইতিবাচক আলোচনার’ পর ঢাকা ত্যাগ করলেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে তার ‘ইতিবাচক আলোচনা’ শেষে শুক্রবার ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
শুক্রবার সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে পারোর উদ্দেশে রওনা হওয়ার সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে বিএএস ঘাঁটি বঙ্গবন্ধুতে বিদায় জানান।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও উপস্থিত ছিলেন।
ঢাকায় সংক্ষিপ্ত অবস্থানকালে জয়শঙ্কর বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
তিনি ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও আলোচনা করেন।
মোমেন জয়শঙ্করের সম্মানে একটি ইতফার-কাম-ডিনার আয়োজন করেন।
বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে যে তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী অংশীদারিত্ব ক্রমশ অগ্রসর হচ্ছে।
শেখ হাসিনার নয়াদিল্লি সফরের আগে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের জন্য মোমেনকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘আমাদের যৌথ প্রচেষ্টা হবে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া।’

—ইউএনবি