November 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 17th, 2021, 7:58 pm

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি, রংপুর :
ইরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে গত সোমবার ও মঙ্গলবার রংপুর পর্যটন মোটেলে মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি উদ্বোধন করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি সভাপতি ফাতেমাতুজ জোহরা। প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: হিরম্ব কুমার রায়, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: শামিমুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: শেখ মো: সাইদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোছা: রোকসানা বেগম, ডেপুটি সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা।
প্রশিক্ষণে মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা মোঃ জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন। জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম রাব্বানী, ম্যানেজার, মাল্টিসেক্টোরাল গভার্নেন্স, জানো প্রকল্প, কেয়ার বাংলাদেশ। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মারুফ আহ্মেদ, প্রজেক্ট ম্যানেজার জানো প্রকল্প, ইএসডিও।