অনলাইন ডেস্ক :
টানা চতুর্থবার এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। পেনাল্টি শুট আউটে ওমানকে ৫-৩ গোলে পরাজিত করে আজ শিরোপা জয় করেছ বাংলাদেশ হকি দল। নির্ধারিত সময় ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। পেনাল্টি শুট আউটে বাংলাদেশ পাঁচটির মধ্যে পাঁচটিতেই গোল করেছে। ওমান করেছে তিনটি। তাতে বাংলাদেশ ৫-৩ গোলে ওমানকে হারিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপের ট্রফি জিতল। গ্রুপ পর্বে বাংলাদেশ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। গ্রুপে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ইরানকে হারানোর পর সেমিফাইনালে কাজাখস্তানকে হারায় বাংলাদেশ। ২০০৮ সাল থেকে বাংলাদেশ এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে চার ও সেমিফাইনাল জেতার পর ফাইনালেও বাজিমাত ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দলের। বাংলাদেশ অপরাজিত থেকেই ধরে রাখলো এএইচএফ কাপ হকির শিরোপা। এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বাংলাদেশ নিশ্চিত করেছিল এশিয়ান গেমস খেলার টিকিট। ফাইনালে উঠে নিশ্চিত করেছিল এশিয়া কাপের টিকিট। আর ফাইনাল জিতে ট্রফিটাও ধরে রাখলো নিজেদের কাছেই। হকির পেনাল্টি শুট আউটে বাংলাদেশের হয়ে প্রথম শট নিয়ে বাংলাদেশকে লিড এনে দেন ফরহাদ হোসেন শিতুল। ওমানও পরের শটে ম্যাচে সমতা আনে। সোহানুর রহমান সবুজ দ্বিতীয় শটে গোল করেন। ওমানের দ্বিতীয় শটে বাংলাদেশের গোলরক্ষক বিপ্লব কুজুর অবৈধভাবে অ্যাটাকারকে বাধা দিলে আম্পায়ার পেনাল্টি স্ট্রোকের বাশি বাজান। স্ট্রোক থেকে ওমান আবার সমতা আনে (২-২)। তৃতীয় শটে রোমান সরকার ও ওমানের ফরোয়ার্ড দুজনই গোল করেন (৩-৩)। চতুর্থ শটে বাংলাদেশের নাইম গোল করলেও ওমানের অ্যাটাকারকে বাধা দেন বিপ্লব। ঘুরে গিয়ে শট নিতে গিয়ে তিনি বাইরে মারেন (৪-৩)। বাংলাদেশের পঞ্চম অ্যাটাকার হিসেবে পুষ্কর ক্ষিসা মিমো গোল করলে আনন্দে ভাসে বাংলাদেশ (৫-৩)। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচের ১৪ মিনিটে বাংলাদেশ লিড নেয় সোহানুর রহমান সবুজের গোলে। প্রথম কোয়ার্টার ১-০ গোলে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারের চার মিনিটে আল ফাহাদের গোলে ওমান সমতা আনে। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলের কেউ গোল করতে পারেনি। দুই দলই একাধিক পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা