November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 2nd, 2022, 8:26 pm

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কার মুখোমুখি

অনলাইন ডেস্ক :

কাতারের দোহায় অনুষ্ঠিত হয়ে গেল কাতার বিশ্বকাপের ড্র। ৩২ দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। তাদের প্রতিপক্ষ একবারের চ্যাম্পিয়ন স্পেন। এছাড়া লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ রবার্তো লেভানদোস্কির পোল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স গ্রুপ ডি’তে। গ্রুপ ‘জি’তে পড়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ইউরোপের দুই দল সার্বিয়া ও সুইজারল্যান্ড এবং আফ্রিকান দল ক্যামেরুন। কাতার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল ও এডিসন কাভানির উরুগুয়ে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের গত বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছিল। একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পড়েছে গ্রুপ ‘বি’তে। স্বাগতিক কাতারের গ্রুপে আছে তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। গত আসরের রানার্সাপ ক্রোয়েশিয়া পড়েছে গ্রুপ এফ’এ। তাদের প্রতিপক্ষ ফিফা র‌্যাংকিংয়ের দুই নাম্বার দল বেলজিয়াম।
গ্রুপ এ- কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল,ইকুয়েডর।
গ্রুপ বি- ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।
গ্রুপ সি- আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।
গ্রুপ ডি- ফ্রান্স, ডেনমার্ক, তিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/ আরব আমিরাত।
গ্রুপ ই- স্পেন, জার্মানি, জাপান, নিউজিল্যান্ড/ কোস্টারিকা।
গ্রুপ এফ- বেলজিয়াম, ক্রোয়েশিয়া,মরোক্কো,কানাডা।
গ্রুপ জি- ব্রাজিল,সুইজারল্যান্ড,সার্বিয়া,ক্যামেরুন।
গ্রুপ এইচ- পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া,ঘানা।