অনলাইন ডেস্ক :
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকনইফো’র বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার। এই দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের বাবর আজম। একাদশে নেই ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। বাংলাদেশ থেকে আছেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। রোববার বাংলাদেশ সময় বিকেলে প্রকাশিত এই বর্ষসেরা একাদশের হয়ে ইনিংস শুরু করবেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং আর পাকিস্তানের ফখর জামান। ২০২১ সালে ওয়ানডেতে ১৪ ম্যাচ খেলে ৫৪.২৩ গড়ে ৭০৫ রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে ৬০.৮৩ গড়ে ফখরের সংগ্রহ ৩৬৫ রান। নেতৃত্বে থাকা বাবর আজম বছরজুড়ে দারুণ খেলেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৬টি ওয়ানডে খেলে তার সংগ্রহ ৪০৫ রান। চার নম্বরে ব্যাটিং করতে নামবেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন। ৮ ম্যাচ খেলে ৫৭ গড়ে তার সংগ্রহ ৩৪২ রান।তালিকায় পাঁচে রয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরজুড়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকা এই টাইগার অলরাউন্ডার ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। উইকেটরক্ষক হিসেবে তালিকার ছয়ে রাখা বাংলাদেশি ব্যাটার মুশফিকুর রহিম বছড়জুড়ে ৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ৫৮.১৪ গড়ে করেছেন ৪০৭ রান। সাতে থাকা শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গার সংগ্রহ ২৭.৩৮ গড়ে ৩৫৬ রান। পাশাপাশি বল হাতে নিয়েছেন ১২ উইকেট। আটে আছেন আইরিশ স্পিনার সিমি সিং। বছরজুড়ে ১৩ ম্যাচ খেলে ৩.৬৭ ইকোনোমিতে নিয়েছেন ২০২১ সালের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ উইকেট। নয়ে থাকা শ্রীলঙ্কান পেসার দুশামান্থা চামিরা ২০২১ সালের সর্বোচ্চ উইকেটশিকারি। ১৪ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২০টি উইকেট। ১১ নম্বর সদস্য টাইগার পেসার মুস্তাফিজুর রহমান ১০ ম্যাচে মাত্র ৫.০৩ ইকোনমিতে নিয়েছেন ১৮টি উইকেট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা