November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 28th, 2024, 3:37 pm

গঙ্গাচড়ায় দিনব্যাপীনপাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় বুধবার দিনব্যাপী পাটচাষী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গঙ্গাচড়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ঢাকা পাট অধিদপ্তরের যুগ্মসচিব সত্যকাম সেন অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ প্রদান করেন রংপুর অঞ্চল পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, রংপুর বিজেআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডঃ শাহাদত হোসেন, গঙ্গাচড়া কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস। সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করেন গঙ্গাচড়া পাট অধিদপ্তরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। দেড়শতাধীক পাটচাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করে।