বরিশালের গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- মাহিনূর বেগম (৫৫) ও নাছরিন বেগম (২৫)। তারা সম্পর্কে মা-মেয়ে এবং ওই এলাকার বাসিন্দা।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আটজন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিলো। পথিমধ্যে গজারিয়া পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় কোস্ট গার্ডের উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক