গাজীপুরের কাওরাইদ রেল স্টেশনে ঢাকা থেকে নেত্রকোণাগামী মহুয়া এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার করে দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশন ছেড়ে কাওরাইদ স্টেশনের দুই নাম্বার লাইনে ঢোকার আগেই ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়।
কাওরাইদ রেল স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান, লাইনচ্যুত হওয়ার কারণে কাওরাইদ রেল স্টেশনের ২ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ। তবে ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
তিনি আরও জানান, উদ্ধার প্রক্রিয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি