গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় দিকে কারখানার একটি টিন সেডে আগুনের সূত্রপাত হয়।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস বিভাগকে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তুলাসহ কিছু মালামাল পুড়ে গেছে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি