আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলম ও তার মাসহ ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) আরশাদুক হক জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন, জাতীয় গণফ্রন্টের আতিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, জাকের পার্টির রাজু আহম্মেদও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
স্বতন্ত্র প্রার্থীরা হলেন- সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন, আবদুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশীদ, সরকার শাহনুর ইসলাম, মোহাম্মদ অলিউর রহমান ও মো. আবুল হোসেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৭ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদিকে সাধারণ কাউন্সিলর পদে ২৯০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ১৮ লাখ ৪৩ হাজার ৩৬৩ জন। আগামী ২৫ মে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে মেয়র নির্বাচন করবেন ভোটাররা।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি