November 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 23rd, 2022, 7:42 pm

গিলক্রিস্টের রেকর্ড ভাঙলেন ডি’কক

অনলাইন ডেস্ক :

প্রথম দুই ওয়ানডে জিতে ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে কুইন্টন ডি’ককের অনবদ্য সেঞ্চুরি। কেপটাউনে ওপেন করতে নেমে প্রোটিয়া দলের হয়ে ১৩০ বলে ১২ চার ২ ছক্কায় এক অনবদ্য ১২৪ রানের ইনিংস খেলেন ডি’কক। এই সেঞ্চুেিরর সুবাদেই কিংবদন্তিদের এলিট লিস্টে তার নাম যুক্ত হয়ে গেল। ডি’ককের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের এটি ১৭তম সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটরক্ষক তথা ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের ১৬টি সেঞ্চুরিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ছিল। রোববার (২৩ জানুয়ারী) গিলক্রিস্টকে ছাড়িয়ে গেলেন ডি’কক। শুধু তাই নয়, এটি ভারতীয় দলের বিপক্ষে ২৯ বছর বয়সী তারকা ব্যাটারের ষষ্ঠ সেঞ্চুরি, যা তাকে সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে দিয়েছে। ভারতের বিপক্ষে ডি’ককের স্বদেশি এবি ডি’ভিলিয়র্সের পাশাপাশি কুমার সাঙ্গাকারা এবং রিকি পন্টিংও ছয়টি সেঞ্চুরি করেছেন, যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ভারতের বিপক্ষে ৭টি ওয়ানডে সেঞ্চুরি করে তালিকার শীর্ষে আছেন সনৎ জয়সুরিয়া। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও সীমিত ওভারের ফর্ম্যাটে অন্তত ডি’ককের ক্যারিয়ার এখনও অনেকটা বাকি আছে। তাই লঙ্কান কিংবদন্তি জয়সুরিয়াকে তিনি পেছনে ফেলতেই পারেন।