বঙ্গোপসাগরের পতেঙ্গায় বালুবাহী ড্রেজারের ধাক্কায় ডুবে যাওয়া লাইটার জাহাজের নিখোঁজ চার জনের মধ্যে মো. হানিফ শেখ নামে এক শ্রমিকের লাশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সাগরে জোয়ারের পানিতে লাশটি ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে নৌ পুলিশকে জানালে পরে কোস্ট গার্ড ও নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মৃত হানিফ শেখ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার মো. হান্নান শেখের ছেলে।
এ ব্যাপারে ডুবে যাওয়া জাহাজ টিটু-১৪ এর ক্যাপ্টেন শহিদ শেখ বলেন, গত ১৯ মার্চ ভোরে বন্দরের বহির্নোঙর এলাকায় বালুবাহী একটি ড্রেজারের ধাক্কায় সিমেন্ট ক্লিংকার বোঝাই জাহাজ টিটু-১৪ ডুবে যায়। জাহাজটিতে মোট ১৩ জন ছিল। ৯ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে চারজন। তাদের মধ্যে একজন আজ ভাটিয়ারী এলাকার সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়। আমরা লাশটি শনাক্ত করেছি।
এদিকে উদ্ধার হওয়া লাশটি গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখার সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি