চাঁদপুর শহরের কোর্ট রেলওয়ে স্টেশন চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে এক হাজার ৩০০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। তবে জাটকাগুলোর কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন, চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস শহরের কালিবাড়ি কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, অভিযানে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের মালবাহী একটি বগিতে তল্লাশি করে এক হাজার ৩০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আটক জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম