অনলাইন ডেস্ক :
চরম ওপেনার সংকটের মাঝে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন সৌম্য সরকার। না, ঘরোয়া ক্রিকেটে বা ‘এ’ দলে তেমন কোনো পারফর্মেন্সই তিনি করতে পারেননি। তবু তাকে জাতীয় দলে ফেরানো হয়েছে স্রেফ তার ভয়ডরহীন মানসিকতা আর বড় শট খেলার সামর্থ্যরে ওপর আস্থা রেখে। কিন্তু একাদশে সুযোগ পাচ্ছিলেন না। বুধবার (১২ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে একাদশে সুযোগ পেলেন; এবং দেখলেন নিজের ঝলক। ওপেনার হিসেবে পরিচিত সৌম্য সরকারকে আজ নামানো হয় তিন নম্বরে! টিম ম্যানেজম্যান্ট আগেও এই কান্ড ঘটিয়েছে। সৌম্যর ফর্ম হারানোর পেছনে এটাও অন্যতম কারণ। না, আজও কোনো বড় ইনিংস বা মারকাটারি ইনিংস দেখা যায়নি সৌম্য সরকারের ব্যাটে। তবে অচেনা পজিশনে নেমে খেলেছেন ১৭ বলে ২৩ রানের ইনিংস। যাতে ছিল ৩টি চারের মার। অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ২৭ বলে ৪৩ রানের তৃতীয় উইকেট জুটিটা ছিল দুর্দান্ত। ওই জুটিটা যতক্ষণ ছিল, বাংলাদেশের কাছে ২০৯ রানের টার্গেটাও বড় মনে হচ্ছিল না। ১০ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ৯০। কিন্তু ওই ওভারের শেষ বলে এডাম মিলানেকে আপার কাট করতে গিয়ে ক্যাচ দেন সৌম্য। এরপরই যেন বাংলাদেশের শেষ আশাটুকুও হারিয়ে যায়। বাকি সময়টা একাই লড়াই করে যান অধিনায়ক সাকিব। যদিও তার ৪৪ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা যায়। ৪৮ রানে হেরে বসে বাংলাদেশ। প্রশ্ন হলো, এই পারফর্মেন্স দিয়ে কি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার দাবি জানাতে পারেন সৌম্য? আজ সৌম্যর ছোট্ট ইনিংসে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সাবলীল ব্যাটিং করেছেন। সেই পুরনো ভয়ডরহীন সৌম্যকেই যেন দেখা গেছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং লাইনআপে তিনি সুযোগ একটা পেতেই পারেন। এদিকে অধিনায়ক সাকিব ম্যাচ শেষে বলেছেন, সঠিক কম্বিনেশন থেকে বেশি দূরে নেই দল। সেই কম্বিনেশনে সৌম্যর জায়গা আছে কিনা- সেটাই এখন দেখার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা