November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 29th, 2023, 12:33 pm

জাতীয় ঈদগাঁহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাঁহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন (ডিএসসিসি) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের আয়োজন করে।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটিকরপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস নামাজ আদায় করেন।
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। বিকল্প ইমাম হিসেবে ছিলেন মিরপুর জামেয়া আরাবিয়া মসজিদের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান।এই ঈদ জামাতে মোকাব্বির হিসেবে ছিলেন বাংলাদেশ বেতারের ক্বারী মো. এমদাদুল ইসলাম এবং বিকল্প হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও মুসল্লিদের কম উপস্থিত লক্ষ্য করা গেছে।
এদিকে বায়তুলমোকাররম জাতীয় মসজিদে সকাল৭টা ও ৮টায় ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জামাত ৯টায় ও চতুর্থ জামাত ১০টায় অনুষ্ঠিত হবে।পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বেলা পৌনে ১১টায়।
ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবুসালেহ পাটোয়ারী সকাল ৯টায় অনুষ্ঠিত তৃতীয় জামাতে ইমামতি করবেন।সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার।আর বেলা পৌনে ১১টার সর্বশেষ ঈদের জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।

—-বাসস