অনলাইন ডেস্ক :
টিকা নেয়াই এখন সবচেয়ে বড় দেশপ্রেমের কাজ। এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার হোয়াইট হাউসে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাইডেন বলেন, মহামারির মধ্যে এক বছরে ব্যথা ও ভয় কাটিয়ে আলোর পথে যুক্তরাষ্ট্র। এখন সবাইকে টিকা নিতে হবে। ২শ ৪৫ তম জন্মদিন পার করলো যুক্তরাষ্ট্র। মহামারির শোক কাটিয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো দেশ। ১ বছরের বেশি সময় ধরে প্রায় সব উৎসব আয়োজন বন্ধ থাকার পর নাগরিকদের সাধারণ জীবনে ফিরে যাওয়ার ইঙ্গিত দিতে স্বাধীনতা দিবসে আকাশে ছিলো আতশবাজি। উৎসব উদযাপনে রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বিশেষ এই দিনে করোনা মোকাবিলায় সবাইকে অংশ নেয়ার ডাক দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সব কিছু আবার নতুন করে শুরু হলেও করোনা এখনও অদৃশ্য হয়ে যায়নি বলে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন,’এবছরের ৪ঠা জুলাই আমাদের জন্য বিশেষ একটি দিন। মহামারিতে ব্যথা, ভয়, অন্ধকার আর বিচ্ছিন্নতার একটি বছর শেষে আমরা এখন আলোর পথে।’ এই দিন সাধারণ মানুষের উৎসবের জন্য খুলে দেয়া হয় হোয়াইট হাউজের দরজা। যেখানে উৎসব উদযাপনে অংশ নেন প্রায় ১ হাজার মানুষ।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু