অনলাইন ডেস্ক :
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। সদ্যই বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে তিনি নিজের বাড়ি উত্তরাখন্ডে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে উত্তরাখন্ডের নিজ শহর রুর্কির কাছাকাছি তার ব্যক্তিগত গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। সেখান থেকে উদ্ধারকারীরা তাকে প্রথমে রুর্কি সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে নেওয়া হয় দেরাদুনের একটি হাসপাতালে। কীভাবে দুর্ঘটনায় পড়লেন পন্থ? এ বিষয়ে পুলিশের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হরিদ্বার গ্রামীণ শাখার এসপি স্বপন কিশোর সিং বলেছেন, ‘দুর্ঘটনার সময় বিকট একটা আওয়াজ হয়েছিল। গ্রামের লোকজন এবং স্থানীয় পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে দেরাদুনের বড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পন্থের কপালে, হাতে এবং ডান হাঁটুতে আঘাত লেগেছে। তার জ্ঞান আছে এবং কথা বলতে পারছেন। ‘উত্তরাখন্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার এনডিটিভিকে বলেছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়িটিতে তিনি একাই ছিলেন। রুর্কির কাছে মোহাম্মেদপুর জট নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে। পন্থ যা বলেছেন, গাড়ি চালানোর সময় তার তন্দ্রার মতো হয়েছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি আঘাত করে ডিভাইডারে এবং আগুন ধরে যায়। ‘ডিভাইডারে আঘাত করার পর তরুণ ক্রিকেট তারকার দামি গাড়িটি উল্টে যায়। কয়েকমুহূর্ত পরই জ¦লে ওঠে আগুন। জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে পান্ত কোনোরকমে জীবন বাঁচান। আশেপাশের লোকজন এগিয়ে এলে ঋষভ নিজের পরিচয় দিয়ে তাকে উদ্ধার করতে অনুরোধ করেন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেওয়া হয়। পন্থ নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাড়ি থেকে বেরিয়ে যান বলেই আরও বড় দুর্ঘটনা ঘটেনি। শরীরে অনেক জখম হলেও আপাতত তিনি বিপদমুক্ত।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা