May 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 18th, 2023, 7:54 pm

ঢাকায় বিএনপির মিছিলে মোটরসাইকেলে অগ্নিসংযোগকারীদের শাস্তি হবে: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন-অর-রশিদ বলেছেন, মিরপুর বাংলা কলেজের কাছে বিএনপির মিছিলে যারা মোটরসাইকেল পুড়িয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে ডিবি প্রধান এ কথা বলেন।

তিনি আরও বলেন, এই পদযাত্রার কারণে ঢাকার লাখ লাখ যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। তাই রাজনৈতিক দলগুলোর উচিত এই ধরনের কর্মসূচি ঘোষণার আগে জনদুর্ভোগের কথা ভাবা।

এর আগে মিরপুর সরকারি বাংলা কলেজের কাছে বিএনপির মিছিলে হামলা চালানো হয়।

তাদের এক দফা আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টার দিকে গাবতলী বাসস্টান্ড থেকে পুরান ঢাকা অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে বিএনপি কর্মীরা মিরপুরে কলেজের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়, ফলে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, পরে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলার সময় একটি মোটরসাইকেল ও একটি সাইকেলও পুড়ে গেছে।

—-ইউএনবি