গত কয়েকদিন ধরে দেশে তাপপ্রবাহের কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সরকার ৫ থেকে ৮ জুন প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগ, রংপুর ও রাজশাহী বিভাগের বাকি অংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ