November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:59 pm

দেশে এবারই প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ

অনলাইন ডেস্ক :

ক্রিকেট-হকির পর এবার নারীদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ ‘ডব্লিউএসএল’ আগামী মে মাসে আয়োজনের ঘোষণা দিয়েছে স্বত্ত্ব পাওয়া প্রতিষ্ঠান কে-স্পোর্টস ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রোববার স্থানীয় পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনে লিগের লোগোও উন্মোচিত হয়েছে। প্রস্তাবিত এ লিগের নানা দিক তুলে ধরেন কে-স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিম। ৫ থেকে ৬টি দল নিয়ে সিলেটে এই লিগ শুরু হয়ে শেষ চার ম্যাচ ঢাকায় আয়োজিত হবে। দেশি ও বিদেশি ফুটবলারদের অংশগ্রহণের এ আসরে নারীদের কোচিংয়ে আগ্রহী করে তুলতে সবগুলো দলের সহকারী কোচ স্থানীয় নারীদের রাখার সুযোগ করে দেওয়া হয়েছে। ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অন্তত তিন জন খেলোয়াড় এই লিগে খেলবেন। বাকিরা দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসবে। লোগো উ্ন্েমাচন অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েরা বর্তমানে যে অর্থ পাচ্ছে তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয়। এখান থেকে তারা কিছু অর্থ পাবে। যা তাদের সহায়তা করবে। দ্বিতীয়ত এ লিগের কল্যাণে মেয়েরা ম্যাচ খেলার সুযোগ পাবে। দুটি বিষয় মাথায় রেখেই আমরা এ লিগ আয়োজনে সম্মতি দিয়েছি।’ বাফুফে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই লিগ আয়োজনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়েছেন। অনুষ্ঠানে নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘মেয়েদের যে স্বপ্ন ছিল তার পূরণ হতে যাচ্ছে। নারী ফুটবলে আস্থার যে জায়গা তৈরি হয়েছে, তার প্রতিদান হিসেবে আমরা দেশকে সাফ ফুটবল চ্যাম্পিয়ন করতে পেরেছি। ফুটবলের সুদিন হারিয়ে গিয়েছিল, সেটা ফিরে এসেছে মেয়েদের হাত ধরে।’ সৌদি আরবে অবস্থান করা জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও নারীদের এই লিগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় জামাল এই লিগের সাফল্য কামনা করে ছেলেদের জন্যও ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুরোধ জানান। বিশ্বখ্যাত ফুটবল ফ্রিস্টাইলার আগুস্কা ও প্যাটট্রিকের প্রদর্শনীও হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে শুভকামনা জানিয়েছেন সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তানজিন তিশা।