অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা রোববার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন এবং এ ভাইরাসের হালকা উপসর্গ দেখা দেয়ায় তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপি’র।
বিবৃতিতে বলা হয়, রোববার সকালে কেপ টাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের জন্য আয়োজিত রাষ্ট্রীয় স্মরণ সভা থেকে আসার পর রামাফোসা শারীরিকভাবে কিছুটা খারাপ অনুভব করলেও তিনি মানসিকভাবে শক্ত রয়েছেন এবং চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি দুই ডোজ টিকা নিয়েছেন।
করোনাভাইরাসের দ্রুত পরিবর্তনশীল ওমিক্রম ভ্যারিয়েন্ট গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম সনাক্ত হয় এবং এটি করোনার অন্য যেকোন ধরনের চেয়ে আরো বেশি সংক্রামক হওয়ায় এতে বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়ে।
রামাফোসা নির্দিষ্ট সময়ের জন্য কেপ টাউনে সেলফ-আইসোলেশনে থাকবেন এবং তিনি আগামী সপ্তাহের জন্য ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে সকল দায়িত্ব অর্পণ করেছেন।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করা প্রেসিডেন্ট এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দলের সকলের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।
গত ৮ ডিসেম্বর জোহানেসবার্গে ফিরে আসার পর প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষা করা হলে তখন তিনি নেগেটিভ হন।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২