অনলাইন ডেস্ক :
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জস ২০২৩-এ শীর্ষস্থান অর্জন করে নতুন উচ্চতায় পৌঁছেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় এই অর্জন এনএসইউ’র জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
#inception_Last_Hope নামে পরিচিত দলটি প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি নাসা থেকে বৈশ্বিক পর্যায়ে মনোনয়ন পেয়েছে। এনএসইউ’র আরেকটি জুনিয়র দল, টিম প্লেক্সাস বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২১০টি দলকে হারিয়ে ভিন্ন ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত শনিবার (৭ অক্টোবর)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য কর্মকর্তা জেমস এস গার্ডিনার।
আরও পড়ুন
এভারকেয়ার হসপিটাল ঢাকা’র বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ্যাত্ব বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ সর্বজনীন দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত