অনলাইন ডেস্ক :
দলে সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন বিকল্প চিন্তা করতে নারাজ বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন তিনি। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের মিশন শুরু করতে যাচ্ছে টিম টাইগার। চোটের কারণে দলে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের সেরা পেস বোলার তাসকিন আহমেদ। অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। দলে অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে সেটি নিয়ে ভাবছেন না অধিনায়ক মুমিনুল। এমনকি ড্র নয়, বরং জয়ের জন্যই বাংলাদেশ মাঠে নামবে বলে জানিয়েছেন তিনি। টেস্ট অধিনায়ক বলেন, পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিং দিয়ে সফরকারীদের চ্যালেঞ্জ দেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে বলেছেন টাইগার বোলারদের ২০ উইকেট নেওয়ারও সামর্থ্য আছে। পাকিস্তানের বিপক্ষে সাহস নিয়ে খেলার প্রশ্নে মুমিনুল বলেন, ‘আপনার কি মনে হয় আমি অধিনায়ক হিসেবে আশাবাদী না? যে দলের বিপক্ষেই খেলি, যত বড় প্রতিপক্ষই হোক, সবসময় জেতার জন্যই মাঠে নামি। কেউই হারের জন্য খেলে না।’ ফলাফল বের করে আনার জন্যই দল খেলবে, স্পষ্টভাবেই জানিয়ে তিনি বলেন, ‘ফল কেবল আমি না, আপনারাসহ সবাই-ই চায় ম্যাচ জিততে। টেস্ট খেলার জন্য দূরদর্শী চিন্তা নিয়ে আস্তে আস্তে এগোতে হবে। আমরাও সেভাবেই এগোচ্ছি। এই সিরিজ বা পরের সিরিজে আপনারা বুঝতে পারবেন আমাদের টেস্ট ক্রিকেট কোন জায়গায় গিয়ে দাঁড়াবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা