অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের পাঞ্জশির পুরোপুরি দখলে নেয়ার দাবি করেছে তালেবান। সোমবার এক বিবৃতিতে এই দাবি করেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। কাবুল দখলের তিন সপ্তাহ পর উপত্যকাটি পুরোপুরি দখলে নেয়ার দাবি করল তালেবান। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে উড়ালো নিজেদের পতাকা। বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাঞ্জশিরে শেষ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিরোধযোদ্ধারা। এই বিজয়ে যুদ্ধ থেকে পুরোপুরি বেরিয়ে এলো আফগানিস্তান।’ এর আগে রোববার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান বলেন, পাঞ্জশির দখলে মুজাহিদীনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে যা প্রচার করা হচ্ছে তা সত্য নয়। তালেবানের কালচারাল কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘আমরা এমনভাবে অভিযান পরিচালনা করছি যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।’ এদিকে, তালেবানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাঞ্জশিরের প্রতিরোধ যোদ্ধারা। এখনও গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের দখলে রাখার দাবি করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনআরএফ। রোববার দলটি জানায়, প্রতিরোধ যুদ্ধে তাদের মুখপাত্র ফাহিম দাস্তি ও এক কমান্ডার প্রাণ হারিয়েছেন। কিছুদিন আগেই এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে ফাহিম দাস্তি বলেছিলেন, যুদ্ধে প্রাণ হারালে ইতিহাসে লেখা থাকবে নাম।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২