November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 3rd, 2023, 8:10 pm

পুলিশকে হারিয়ে চমক দিয়ে সেমিফাইনালে রহমতগঞ্জ

অনলাইন ডেস্ক :

স্বাধীনতা কাপে সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বসুন্ধরা কিংস অ্যারেনায় পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়েছে ২-১ গোলে। শুরুতে পুলিশকে এগিয়ে নিয়েছিলেন ইবারগেন গার্সিয়া। রহমতগঞ্জকে ম্যাচে ফেরানোর পর জয়সূচক গোলটিও করেন স্যামুয়েলস। আক্রমণ পালটা আক্রমণে চলা ম্যাচে দুই দলই লড়াই করেছে সমানে সমান। দশম মিনিটে দারুণ আক্রমণে উঠে পুলিশ। কিন্তু মানাস কারিপভের শট আটকে রহমতগঞ্জের ত্রাতা গোলরক্ষক মোহাম্মদ নাইম। দ্রুতই আক্রমণে যায় রহমতগঞ্জও। ২০ মিনিটে স্যামুয়েল কোনির হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হওয়ার পর ক্লিয়ার করেন এক ডিফেন্ডার; তাতে গোল পাওয়া হয়নি তাদের।

২২ মিনিটে এগিয়ে যায় পুলিশ। এদুয়ার্দ মোরিও বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পুলিশ এফসি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ইবারগেন গার্সিয়া। ম্যাচে ফিরতে সময় লাগেনি রহমতগঞ্জের। ২৮ মিনিটে স্যামুয়েলসের শরীর ঘুরিয়ে নেওয়া ভলিতে সমতায় ফিরে রহমতগঞ্জ। তিন মিনিট পরে এগিয়েও যায় রহমতগঞ্জ। সুশান্ত ত্রিপুরার ফ্রি কিকে ইসকান্দার সিদ্দিক জনোভের হেডের পর নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন স্যামুয়েলস। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে রহমতগঞ্জ।