May 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 8:02 pm

পুলিশ-ফুটবলার মারামারির ঘটনায় আটক গোলরক্ষক

অনলাইন ডেস্ক :

ক্রীড়াঙ্গনে মারামারি কতভাবেই তো হয়। তবে বিদেশের মাটিতে খেলতে গিয়ে সেই দেশের পুলিশের সঙ্গে ফুটবলারদের মারামারিতে জড়িয়ে পড়া, এমন ঘটনা বিরলই। গত সোমবার রাতে এমন বিরল ঘটনাই ঘটেছে স্পেনের রাজধানী মাদ্রিদে। স্পেনের পুলিশের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ পেরুর ফুটবলাররা। মারামারি কা-ের জের ধরে পেরুর গোলরক্ষককে গ্রেপ্তার করে স্পেন পুলিশ। জিজ্ঞাসাবাদের পর অবশ্য ঐ গোলরক্ষককে ছেড়ে দেয় পুলিশ। অথচ ম্যাচটা কিন্তু স্পেন-পেরুর ছিল না। ম্যাচটা ছিল মরক্কোর বিপক্ষে পেরুর। তবে ম্যাচটি আয়োজন করা হয় স্পেনের লা লিগার অন্যতম দল অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানোতে। তো ম্যাচ খেলার জন্য আগের দিনই মাদ্রিদে এসে উপস্থিত হয় পেরুর ফুটবল দল। তারা মাদ্রিদেরই একটা হোটেলে উঠেন। প্রিয় তারকাদের একনজর দেখতে রাতেই ঐ হোটেলের সামনে জড়ো হন স্পেনে বসবাসকারী পেরুর সমর্থকরা। তারা পেরুর নামে নানা স্লোগান দিতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরো বাড়তে থাকে। ক্রমেই পুলিশদের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।