অনলাইন ডেস্ক :
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।দল জিতলেও সাকিবের পারফরম্যান্স ছিলো একেবারেই সাদামাটা। গতরাতে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তারপরও জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে সাকিবের গায়ানা। আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে এটি দ্বিতীয় জয় গায়ানার। নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শাই হোপ ও ওডেন স্মিথের ব্যাটিং নৈপুন্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে গায়ানা। হোপ ৬০ ও স্মিথ ১৬ বলে ৪২ রান করেন। চার নাম্বারে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন সাকিব। ১৭৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের সেঞ্চুরিতেও ম্যাচ জিততে পারলো না জ্যামাইকা। ৬৬ বলে ১০৪ রান করেন কিং। তারপরও ইনিংসের ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকা। বল হাতে প্রথম তিন ওভারে ২৮ রান দেন সাকিব। তবে নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ফাবিয়ান অ্যালেনকে ১ রানে আউট করেন সাকিব।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা